Mahabharat - Chitrangad and Bichitrobirjo

মহাভারত - চিত্রাঙ্গদ্ ও বীচিত্রবীর্য

মহাভারতে চিত্রাঙ্গদ্ ও বীচিত্রবীর্যের উল্লেখ বিশেষ নেই বললেই চলে। তবুও এদের থেকেই হস্তীনাপুরে র দূরবস্তা শুরু হয়।
চিত্রাঙ্গদ্ ও বীচিত্রবীর্য ছিল মহারাজ শান্তনু ও সত‍্যবতী র দুই পুত্র সন্তান। এদের মধ্যে চিত্রাঙ্গদ্ ছিল প্রথম সন্তান ও বীচিত্রবীর্য ছিল ছোট।
এরা বড়ো হোয়ার আগেই শান্তনু মারা যায়। তখন ভীষ্ম রাজমাতা সত‍্যবতী র সঙ্গে পরামর্শ করে চিত্রাঙ্গদ্ কে রাজা ঘোষণা করে। 
চিত্রাঙ্গদ্ ছিল অত‍্যন্ত বলশালী। দেবতা , দানব , মানুষ কাওকে ই সে তার সমান বলে মনে করত না। একদা গন্ধর্ব রাজ চিত্রাঙ্গদ্ কুরু নন্দন চিত্রাঙ্গদের কাছে আসেন এবং বলেন তাদের দুজনের একই নাম তাই কুরু নন্দন যেনো তার নাম পরিবর্তন করে নতুবা তার সঙ্গে যুদ্ধ করে। অহংকারে মর্ত কুরু কুমার চিত্রাঙ্গদ্ গন্ধর্ব রাজের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে কুরু কুমারের মৃত্যু হয়।
চিত্রাঙ্গদের মৃত্যুর পর ভীষ্ম বীচিত্রবীর্য কে রাজা  হিসেবে নিযুক্ত করেন। কিন্তু বীচিত্রবীর্য মোটেও বলশালী ছিলো না বরন্চ সে সবসময় মদ‍্য পান করে আমোদ প্রোমদে লিপ্ত থাকতেন।
একবার মদ‍্যব অবস্থায় পরশী রাজ‍্য পান্চালে প্রবেশ করলে সে পান্চাল রাজার হাতে বন্দি হন কিন্তু ভীষ্ম পান্চাল রাজ‍্যকে পরাজিত করে বীচিত্রবীর্য কে উদ্ধার করে নিয়ে আসে ।
বীচিত্রবীর্যের এই জীবন ধরন বদলানোর জন‍্য তার বিয়ের ব‍্যাবস্তা করা হয়।
সেই সময় কাশী রাজের ৩ কন্যা অম্বা , অম্বিকা , অম্বালিকা র সয়ম্বর চলছিল। ভীষ্ম সেখান থেকে অম্বিকা ও অম্বালিকা কে জয় করে এনে বীচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। 
বিয়ের কিছুকাল ভালো কাটার পর হঠাৎ একদিন বীচিত্রবীর্য যঞ্খা রোগে মারা যায়।
Mahabharat

No comments