Mahabharat - Story Of King Kuru And Kurukshetra In Bengali

Mahabharat - Story Of King Kuru And Kurukshetra In Bengali

মহাভরত মূলত কুরু বংশ কে কেন্দ্র করেই লেখা হয়েছিল। তো কুরু বংশের প্রতিষ্ঠাতা কে ? কৌরবদের সূচনা কি করে হলো ? কুরুক্ষেত্রের সাথে কৌরবদের সম্পর্ক  কি ? আসুন জেনে নিই

রাজা সঙবরন ও সূর্যের কন্যা তপতীর পুত্রের নাম ছিলো কুরু । তিনি ছিলেন অত্যন্ত ধর্ম পরায়ন এবং তেজস‍্যী । রাজা কুরুর সাথে শুভাঙ্গীর সাথে বিবাহ হয় এবং তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম বিদুরথ।
রাজা কুরু তপস্যা করার জন্য একটি বনে গেলেন যেটি কুরুজাঙ্গাল নামে পরিচিত ছিল । তপস্যা করার সাথে সাথে তিনি চাষাবাদ করতে শুরু করলেন । তাই দেখে দেবরাজ ইন্দ্র কুরু র কাছে জানতে চাইলো এখানে তপস্যা এবং চাষাবাদ করার কারন কি ? তপস্যারত অবস্থায় কুরু বললেন এখানে যারা মারা যাবে তারা সবাই স্বর্গে যাবে। তাই শুনে দেবতারা ভয় পেয়ে গেলেন এইটা ভেবে যে সবাই যদি সেইস্থানে এসে মারা যায় তাহলে আর কেউ দেবতাদের পূজা করবে না । তাই ইন্দ্র কুরু কে বর দিল কেও যদি সেই স্থানে তপস্যা নতুবা যুদ্ধ করতে গিয়ে মারা যায় তাহলেই তারা স্বর্গে যেতে পারে এবং সেটি করুরাজ মেনে নিল এবং সেই থেকে সেই স্থান টি  কুরুক্ষেত্র নামে পরিচিত ।
আর রাজা কুরুর নাম অনুসারে তার পরবর্তী প্রজন্ম কৌরব নামে পরিচিত হয়।
King Kuru

No comments