Mahabharat - Story Of Ved Vyasa In Bengali
The Mahabharat - Who is Ved vyasa ? বেদ্ ব্যাস কে ছিলেন ?
আমরা সবাই জানি মহাভারতের সষ্ঠা মহর্ষি বেদ্ ব্যাস। কিন্তু কে ছিলেন ইনি ? ইনার পিতা মাতার নাম কি ? কি করে তিনি এত বড়ো কাব্য গ্রন্থ রচনা করলেন ? আসুন জেনে নিই।
মৎস্য রাজের কন্যর নাম সত্যবতী, তিনি যমুনা নদীর তীরে নৌকায় যাত্রী পারাপার করতেন। সত্যবতী অত্যন্ত রূপবতী কন্যা ছিল। তিনি মৎস্যগন্ধা নামেও পরিচিত ছিল। একদা যমুনা নদীর তীরে মুনি পরাষর ভ্রমণ করতে আসেন এবং প্রথম দেখাতেই সত্যব্যতীর প্রতি মোহিত হয়ে যান। পরাষর মুনি সত্যবতী কে প্রস্তাব দেন সে যদি তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হন এবং সে যদি তাদের মিলনের সন্তান প্রসব করেন তাহলে সে তাকে বরদান করবে। সত্যবতী বললেন চারিদিকে মুনি ঋষিরা তাদের মিলন দেখতে পাবেন। তখন পরাষর মুনি কুয়াশার চাদরে চারিদিক ঢেকে দিলেন। তাও সত্যবতী বললেন সে তার পিতার দাস , সে যদি বিবাহের পূর্বে মা হন তাহলে লোকে তাকে এবং তার পিতাকে লান্ছনা দেবে। মুনি সত্যবতী কে বললেন মিলনের পরেও সে কুমারী থাকবে এবং তার শরীর থেকে সবসময়ই সুগন্ধ বয়বে তাই লোকে তাকে গন্ধবতী নামে জানবে। সেই কথা শুনে সত্যবতী রাজি হয়ে যায় এবং তাদের মিলনের ফলে তৎখনাত একটি সন্তান প্রসব হয় এবং সেই সন্তানের নাম হয় দ্বৈপায়ন্।পরে এই দ্বৈপায়ন্ তপস্যা করে এবং চার বেদ্ বিভক্ত করে বেদ্ ব্যাস নামে প্রসিদ্ধ হন।
ইনিই পরবর্তী কালে মহাভারতের গল্প শুনান এবং সেটি লিপিবদ্ধ করেন স্বয়ং শ্রী গনেশ।
Post a Comment