Mahabharat - birth story of kourav and pandav and death story of pandu and madri
The Mahabharata - Birth Story Of Kourav And Pandav . Death Story Of Pandu And Madri.
মহাভারত - কৌরব ও পান্ডবদের জন্ম বিত্তান্ত এবং পান্ডু ও মাদ্রীর মৃত্যু রহস্য।
জ্যাষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র অন্ধ বলে ছোট ভাই পান্ডু রাজা হন। এতে ধৃতরাষ্ট্র পান্ডুর উপর কিছুটা খুন্ন হয় । রাজা হওয়ার পান্ডু সস্ত্রীক শিকারে বের হয়। বনের মধ্যে দুটি অত্যন্ত সুন্দর হরিণ দেখতে পায় । মাদ্রী বায়না করে পান্ডুর কাছে যে হরিণ দ্বয়ের ছাল তার কাছে নিয়ে আসতে । কুন্তীর বারন করা স্বত্বেও পান্ডু হরিণ দ্বয়ের শিকারে বেরিয়ে গেলেন। রাজা পান্ডু শব্দ ভেদী বাণে যখন হরিণ দ্বয় কে শিকার করলেন তখন হরিণ দ্বয়ের বদলে দুটি নর নারী র শব্দ শুনতে পেলেন। তখন তিনি শব্দ দ্বয়ের পিছু করে দেখলেন তিনি যাদের হত্যা করেছেন তারা আসলে হরিণ নয় বরন্চ তারা হলেন ঋষি ও ঋষি পত্নী যারা হরিণ রূপে মিলন করছিলেন। ঋষি পান্ডুকে অভিশাপ দিলেন যখনই সে কোনো স্ত্রী র সঙ্গে মিলন করবে তৎখনাত তার মৃত্যু হবে।
মনের দুঃখে সস্ত্রীক পান্ডু হস্তীনাপুরে ফিরে আসে এবং রাজ্যপাঠ ছেড়ে সস্ত্রীক বনে তপস্যা করতে চলে যায়।
এদিকে গান্ধারী ১ বৎসর হয়ে গেল গর্ভবতী হওয়া কিন্তু ১০০ সন্তান তো দুরের কথা ১ টি সন্তান ও জন্ম হলো না । তাই ধৃতরাষ্ট্র গান্ধারীর উপর রেগে গিয়ে গান্ধারীর দাসীর সাথে সম্পর্ক স্থাপন করতে লাগে।
এদিকে কিছু কাল কেটে যাওয়ার পর কুন্তী পান্ডু কে দূর্বাষা মুনি র দ্বারা প্রাপ্ত বরদানের কথা বলে । কুন্তী র কথা শুনে পান্ডু খুব খুশী হয়ে যায় এবং ধর্ম রাজ যম কে আহ্বান করতে বলে এবং তৎখনাত কুন্তী ধর্মরাজ কে আহ্বান করে এবং তার ঔরসে যুধিষ্ঠির নামে ধর্ম পরায়ন একটি পুত্রের জন্ম হয়।
পান্ডুর একটি পুত্র সন্তান লাভ হয়েছে শুনে ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিন্দা করতে লাগে। সেই দুঃখে গান্ধারী ধৃতরাষ্ট্র কে লুকিয়ে নীজের গর্ভপাত করে এবং সন্তানের বদলে জন্ম হয় একটি লৌহের মতো শক্ত মাংস পিন্ডের। মনের দুঃখে গান্ধারী মাংস পিন্ডকে জলে ভাসতে নিয়ে যায় । তখন সেখানে বেদ্ ব্যাস আসে এবং মাংস পিন্ড থেকে বীচ আলাদা করে এক একটি কলসি তে ভরে রাখে এবং বলে এখান থেকেই তার সন্তান জন্ম নিবে ।
এদিকে পান্ডু এবং কুন্তী পবন দেবতার আহ্বান করে তার ঔরসে বিকদার ভীম নামে এক শক্তিশালী পুত্রের জন্ম হয় । ভীমের শক্তির আন্দাজ এই কথা থেকে বোঝা যায় যে জন্মের সময় ভীম পান্ডুর হাত থেকে নীচে পরে যায় এতে ভীমের তো কিছু হয় না বরন্চ নীচে পরে থাকা পাথর চুর্ন বীচুর্ন হয়ে যায় ।
এরপর কলসী থেকে জন্ম হয় ধৃতরাষ্ট্র এর প্রথম সন্তান দুর্যোধন।
এরপর কুন্তী ও পান্ডু ইন্দ্র দেবের ঔরসে লাভ করে অর্জুন ।
এবং কলসি থেকে দুশাসন, বীকর্ন এর মতো ধৃতরাষ্ট্র এর ১০০ টি সন্তান ও দুর্শালা নামে একটি কন্যা সন্তান জন্ম হয়।
এদিকে মাদ্রী পান্ডুকে অনুরোধ করে কুন্তী কে বলে কুন্তী র মতো তার ও সন্তান লাভ হয়। কুন্তী এতে রাজী হয়ে যায় এবং অশ্বনীকুমার দ্বয়ের আহ্বানে মাদ্রী নকুল ও সহদেব নামে দুটি যমজ পুত্র লাভ করে।
Post a Comment