Mahabharat - Wifes Of Dhritarastra , Pandu , Vidur
Mahabharat - Wifes Name Of Dhritarastra, Pandu And Vidur - মহাভারতে র ধৃতরাষ্ট্র , পান্ডু এবং বিদুরের স্ত্রী র নাম
মহাভারতে প্রতিটি চরিত্র র ভূমিকা য় অসাধারণ ।
যৌবন লাভ করলে রাজমাতা সত্যবতী রাজকুমার দের জন্য বিবাহ স্থীর করতে বলেন ভীষ্মকে।
ধৃতরাষ্ট্র আয়ুতে বড়ো বলে তার বিবাহ আগে ঠিক করা হয়। আর তার জন্য ভীষ্ম সৌন্য নিয়ে পারি দেয় গান্ধার রাজ্যে । গান্ধার রাজ সুবলার কন্যা গান্ধা্রী । গান্ধার রাজ্যে র কন্যা বলে তার নাম হয় গান্ধারী । এছাড়া তিনি সুবলযা , সুবালপুত্রী ইত্যাদি নামে পরিচিত ছিল। মহাভারতে শ্রেষ্ঠ খলনায়ক শকুনি ছিল গান্ধারীর ভাই। মনে করা হয় গান্ধারী ছিলো জ্ঞানের দেবী যিনি মানবরূপে সুবলার কন্যা হিসেবে জন্ম নেই। গান্ধারী ভগবান শিবের কাছ থেকে ১০০ পুত্রের বরদান লাভ করে । গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র এর সাথে বিবাহ হলে স্বামী অন্ধ বলে সেও নীজের চোখে কাপড় বেধে নেই এবং পতিবতার চরম সীমার উদাহরণ পেশন করেন এবং আজীবন অন্ধের মতো জীবন অতিবাহিত করেন।
পান্ডু রাজা হলে তার বিবাহের জন্য পারি দেয় কুন্তী ভোজে যেখানে রাজকুমারী কুন্তীর সয়ম্বর সভা অনুষ্ঠিত হয়েছিল।
যদুশ্রেষ্ঠ শূরের একটি প্রীতা নামে একটি কন্যা ছিল যেটি তিনি তার নিসন্তান ভাই কুন্তী ভোজকে দিয়েছিলেন।কুন্তী ভোজের নাম অনুসারে কন্যা টির নাম হয় কুন্তী । সম্পর্কে কুন্তী ছিল কৃষ্নের আপন পিসি। কুমারী অবস্থায় কুন্তী মহর্ষি দূর্বাষা র সেবা করেছিলেন। ফল সরূপ দূর্বাষা মুনি কুন্তী কে একটি মন্ত্র দিয়েছিল । সেই মন্ত্রের জোরে যেকোনো দেবতা কে আহবান করতে পারত এবং সেই দেবতার ঔরসে এক পূত্র সন্তান লাভ করতে পরবে । একদিন কৌতূহল বশত কুন্তী সেই মন্ত্রের বলে সূর্য দেবকে আহবান করে এবং তৎখনাত সূর্য দেব প্রকট হয় এবং তার ঔরসে এক মহান যোদ্ধা র জন্ম হয় । যার নাম কর্ণ । কিন্তু কুন্তীর তখন বিবাহ না হওয়ায় সে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়।
সয়ম্বর এ কুন্তীর সঙ্গে পান্ডুর বিবাহ হয়।
পরবর্তীতে পান্ডুর সাথে মদ্ররাজ্যের কন্যা মাদ্দীর সাথে বিবাহ হয়।
এবং দেবকরাজের কন্যা সুলাব্ভা র সাথে বিদুরের বিবাহ হয়।
পান্ডু রাজা হলে তার বিবাহের জন্য পারি দেয় কুন্তী ভোজে যেখানে রাজকুমারী কুন্তীর সয়ম্বর সভা অনুষ্ঠিত হয়েছিল।
যদুশ্রেষ্ঠ শূরের একটি প্রীতা নামে একটি কন্যা ছিল যেটি তিনি তার নিসন্তান ভাই কুন্তী ভোজকে দিয়েছিলেন।কুন্তী ভোজের নাম অনুসারে কন্যা টির নাম হয় কুন্তী । সম্পর্কে কুন্তী ছিল কৃষ্নের আপন পিসি। কুমারী অবস্থায় কুন্তী মহর্ষি দূর্বাষা র সেবা করেছিলেন। ফল সরূপ দূর্বাষা মুনি কুন্তী কে একটি মন্ত্র দিয়েছিল । সেই মন্ত্রের জোরে যেকোনো দেবতা কে আহবান করতে পারত এবং সেই দেবতার ঔরসে এক পূত্র সন্তান লাভ করতে পরবে । একদিন কৌতূহল বশত কুন্তী সেই মন্ত্রের বলে সূর্য দেবকে আহবান করে এবং তৎখনাত সূর্য দেব প্রকট হয় এবং তার ঔরসে এক মহান যোদ্ধা র জন্ম হয় । যার নাম কর্ণ । কিন্তু কুন্তীর তখন বিবাহ না হওয়ায় সে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়।
সয়ম্বর এ কুন্তীর সঙ্গে পান্ডুর বিবাহ হয়।
পরবর্তীতে পান্ডুর সাথে মদ্ররাজ্যের কন্যা মাদ্দীর সাথে বিবাহ হয়।
Wifes of Dhritarastra, Pandu, Vidur |
Post a Comment