Mahabharat - Birth Story Of Dhritarastra , Pandu , Bidur

Mahabharat - Birth Story Of Dhritarastra, Pandu, Budur -  (ধৃতরাষ্ট্র, পান্ডু এবং বিদুরের জন্ম বৃত্তান্ত)

মহাভারতে ঘরোয়া অশান্তি শুরু হয় এই সময় থেকে। 
বীচিত্রবীর্যের সঙ্গে অম্বিকা ও অম্বালিকা র বিবাহ খুব নির্বিগ্নে ঘটে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ও খুব কাটতে লাগে । কিন্তু একদিন বীচিত্রবীর্যের হঠাৎ যঞ্খা রোগে মৃত্যু ঘটে কিন্তু তখনও তাদের কোনো সন্তান জন্ম হয় নি যার ফলে করু ব ্ শে শোকের ছায়া নেমে  আসে কুরুর ব ্ শধরের কথা ভেবে।
রাজমাতা  সত‍্যবতী অত্যন্ত চিন্তিত ভাবে  ভীষ্মের কাছে অনুগ্রহ করেন যে  সে যেন অম্বিকা ও অম্বালিকা র সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এবং পুত্র সন্তানের জন্ম দিয়ে করু ব ্শ কে রঞ্খা করে ।
কিন্তু ভীষ্ম তার শপথের কথা রাজমাতা কে  স্মরণ করিয়ে দিয়ে বললেন এটি কোনো মতেই সম্ভব নয় বরন্চ  ভীষ্ম ব ্শ ধর রঞ্খা র জন‍্য শাস্ত্রে বর্ণিত একটি সমাধান দিলেন । 
সমাধান টি হলো ' যদি পুত্র সন্তান হীন অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে ব ্শধর রঞ্খার জন্য  স্ত্রী কে কোনো মহর্ষি ব্রাম্হনের দ্বারা পুত্র সন্তান লাভ করিয়ে ব ্শধর রঞ্খা করা হয় , এবং যে পুত্র সন্তান জন্মাবে সে মৃত স্বামী র সন্তান গন‍্য করা হয় , এই পদ্ধতিকে নিয়োগ  বলা হয় । ' 
এই কথা শুনে সত‍্যবতী পূর্বের একটি কথা ভীষ্ম কে জানান। তিনি জানান যে বিবাহের পূর্বে  মহর্ষি পরাষর এর দ্বারা একজন মহর্ষি  সন্তান এর জন্ম দেয়, যার নাম মহর্ষি বেদ্ ব‍্যাস।
ভীষ্ম সত‍্যবতীকে নিয়োগের জন্য সেই মহর্ষি পুত্র কে ডেকে পাঠানো র জন্য পরামর্শ দেন।
কথা মতো  পুত্র সন্তানের জন্য মহর্ষি বেদ্ ব‍্যাস কে ডেকে পাঠানো হলো এবং  যথাক্রমে অম্বিকা ও অম্বালিকা র সাথে বেদ্ ব‍্যাসের দ্বারা মিলনের ফলে ২ টি পুত্র সন্তানের এবং একজন দাসীর সাথে মিলনের ফলে আরেক টি পুত্র সন্তানের জন্ম হয়। 
অম্বিকার কোল আলো করে জন্ম নিলো একটি যার গায়ে ছিল সহস্র হাতির জোর কিন্তু জন্ম থেকে অন্ধ বলে নাম হলো ধৃতরাষ্ট্র। অম্বালিকা র কোলে জন্ম নিল পান্ডু এবং দাসীপুত্র হিসাবে জন্ম নিলো বিদুর ।
Dhritarastra, Pandu , Budur

No comments