History Of Old Mesopotamia Civilization In Bengali
Ancient History Of Old Mesopotamia Civilization - প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার ইতিহাস
পৃথিবীর ইতিহাসে যে সমস্ত প্রাচীন সভ্যতার উৎপত্তি ঘটে তাদের মধ্যে মেসোপটেমিয়া সভ্যতা একটি প্রাচীন সভ্যতা। ঐতিহাসিকরা মনে করেন এই সভ্যতা এবং প্রাচীন মিসরের সভ্যতা এক ই সময়ে উৎপত্তি হলেও তাদের মধ্যে বৈচিত্র্য গত পার্থক্য ছিল।
মেসোপটেমিয়া এই নামটি গ্রীক নাম থেকে উৎপত্তি যার অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী স্থান। মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির তীরে গড়ে উঠেছিল।
বর্তমানে এটি ইরাক,সিরিয়ারউত্তরাংশ,তুরষ্কেরউত্তরাংশ এবংইরানেরখুযেস্তান প্রদেশের অঞ্চলে অবস্থিত ছিল ।
খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে এই সভ্যতা একটি উন্নত সভ্যতায় পরিনত হয়।
মেসোপটেমিয়া সভ্যতার মানুষেরা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল । এবং সেখানে অনেক মন্দিরে র সন্ধান পাওয়া গেছে যেখানে ধনী ও গরীবের মধ্যে সামাজিক বৈষম্যের নিদর্শন পাওয়া গেছে।
এখানকার মানুষেরা কৃষি কার্যে খুব পারদর্শী ছিল। তাছাড়া এরাই প্রথম বছর ও মাসের হিসেব করতে শেখে।
তারা খৃষ্টপূর্ব ২৫০০ অব্দে তামা ও ব্রোঞ্জের ব্যবহার শুরু করে। মেসোপটেমিয়ার বিভিন্ন মন্দির এবং জিগুরাট থেকে প্রাপ্ত বিভিন্ন বাসন কোসন পর্যবেক্ষন করলে ধারনা করা যায় যে তারাইতামাও টিনেরসংমিশ্রনে তৈরী একটি চমৎকার ধাতুব্রোঞ্জের আবিষ্কার। এছাড়া মেসোপটেমিয়ায় কাচের ব্যবহার খৃষ্টপূর্বাব্দ ১৬০০ থেকে শুরু হয় বলে ধারনা করা হয়।
সেমেটিক ও হেমেটিক এই দুই ধরনের ভাষা ব্যবহার করত বলে অনুমান করা হয়।
পরবর্তীতে এখান থেকেই ব্রোঞ্জ যুগে আক্কাদীয়, ব্যবিলনীয়, আসিরীয় ও লৌহ যুগে নব্য-আসিরীয় এবং নব্য-ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠে।
খ্রিষ্টপূর্ব ১৫০ সালের দিকে মেসোপটেমিয়া পার্সিয়ানদের নিয়ন্ত্রণেই ছিল কিন্তু পরে এই ভূখন্ডেরআধিপত্ত নিয়ে রোমানদের সাথে যুদ্ধ হয় এবংরোমানরাএই অঞ্চল ২৫০ বছরের বেশি শাসন করতে পারে নি। দ্বিতীয় শতকের শুরুর দিকেপার্সিয়ানরাএই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের শাসনেই থাকে, এরপরমুসলিমশাসনামল শুরু হয় । মুসলিম খিলাফত শাসনে এই অঞ্চল পরবর্তীতে ইরাক নামে পরিচিতি লাভ করে ।
Mesopotamia |
Post a Comment