Mahabharat - who is shantanu? Relationship between Ganga and Shantanu part 1

Mahabharat - who is shantanu? Relationship between Ganga and Shantanu part 1. শান্তনু কে ছিল ? গঙ্গা এবং শান্তনু র সম্পর্ক পর্ব ১।

আমরা সবাই জানি যে শান্তনু এবং গঙ্গার সন্তান হলো ভীষ্ম। কিন্তু  শান্তনু সঙ্গে গঙ্গার সম্পর্ক কি করে হলো আসুন জেনে নিই।

একদা ইঙ্খ্কু বংশে মহাভীষ  নামক একজন রাজা ছিলেন। তিনি অত্যন্ত প্রতাপী এবং তেজস‍্যি ছিলেন তাই দেবতারাও তাকে সম্মান করত । দেবতাদের একটি অনুষ্ঠানে মহাভীষে র আমন্ত্রণ ছিল এবং সেখানে দেবী গঙ্গা ও উপস্থিত ছিলেন । অনুষ্ঠান চলাকালে বায়ু দেবতা সভায় প্রবেশ করলে বায়ুর বেগে দেবী গঙ্গার আচলের একটুখানি নীচে নেমে যায় । তখন সভায় উপস্থিত সমস্ত দেবতা তাদের চোখ নীচে নামিয়ে নেয় কিন্তু মহাভীষ গঙ্গার শরীরের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই দেখে ব্রম্হা মহাভীষ কে অভিষাপ দেয় মর্তে জন্মাতে। মহাভীষ ব্রম্হার  কাছে পার্থনা করে যে সে ভরত বংশীয় রাজা প্রতীপের সন্তান হিসেবে জন্ম গ্রহণ করতে চায়। এবং গঙ্গার কাছে পার্থনা করে সেই জন্মে গঙ্গা যেনো তাকে বিবাহ করে।
Love Story Of Ganga And Shantanu


No comments