Mahabharat - Advent Of Bhishma ( ভীষ্মের আবির্ভাব )

Mahabharat - Advent Of Bhishma ( ভীষ্মের আবির্ভাব )


মহাভীষ স্বর্গ থেকে নিষ্কশিত হলে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আসার পথে বসু নামে ৭ জন দেবতাদের দেখতে পেলেন। তাদের মূর্ছিত অবস্থায় পরে থাকতে দেখে দেবী গঙ্গা জিজ্ঞেস করলেন তাদের কি হয়েছে ? দেবীর প্রশ্নের উত্তরে তারা জানালেন তাদের মহর্ষি বশিষ্ঠ অভিশাপ দিয়েছে মর্তে জন্মানোর। কিন্তু তারা মর্তে  কোনো মানুষীর গর্ভে জন্মাতে চাইনা তাই দেবী গঙ্গা যেনো জন্ম দেয় এবং জন্মের পর তাদের যেনো জলে ভাসিয়ে দেয় । এতে তারা নিষ্কৃতি পাবে । দেবী গঙ্গা রাজি হয়ে যায় কিন্তু তাদের বীর্যের অষ্টম অ ্ পুত্র রুপে জন্ম নেই। বসুগন রাজি হয়ে যায় এবং আশ্বাস দেয় এই সন্তান অত্যন্ত বলবান হবে এবং ধর্মের বড়ো জ্ঞানী হবে।
সেই সময় রাজা প্রতীপ নদীর তীরে এসে তপস্যা করছিলেন। এবং গঙ্গা তার কাছে এসে বলে পুত্র সন্তান লাভের জন্য সে রাজা প্রতীপের পুত্র শান্তনুর সাথে বিবাহ করতে চায়।
এই শন্তনুই হলো মহাভীষ যে গঙ্গা কে স্ত্রী হিসেবে পেতে চেয়ে ছিল।
রাজা প্রতীপ গঙ্গার প্রস্তাব শান্তনু কে এসে  জনাই। শান্তনু বড়ো হলে গঙ্গার তীরে ভ্রমণে বেরায় । তখন শান্তনু এক দৈবতুল‍্য রূপবতী কন‍্যা দেখতে পেলেন । শান্তনু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি ? তখন কন্যা বললো সে দেবী গঙ্গা এবং সে শান্তনু কে বিয়ে করতে চায় কিন্তু কোনো কাজে শান্তনু তাকে বাধা দিতে পারবেন না যদি বাধা দেয় তাহলে সে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। শান্তনু রাজি হয়ে যায়।
কথা মতো গঙ্গা ও শান্তনুর ৭ টি সন্তান হয় এবং প্রতিটি সন্তান কেই গঙ্গা জলে ভাসিয়ে দেয়। শান্তনু এই  দৃশ্য দেখেও কিছু বলতে পারে না কন্তু যখন তাদের অষ্টম সন্তান হলো তখন  শান্তনু আর চুপ করে রয়তে পারলো না। শান্তনু কথা দিয়েও কথা রাখতে না পারায় গঙ্গা তাকে ছেড়ে চলে গেল। কিন্তু  অষ্টম সন্তান টি কে তার সঙ্গে নিয়ে গেল এবং কথা দিল যখন সন্তান যোগ্য হবে তখন শান্তনু র কাছে ফিরিয়ে দেবে । 
অনেক সময় কেটে যাওয়ায় পর শান্তনু গঙ্গার তীরে এলে গঙ্গা একটি যুবক কে নিয়ে হাজির হয়  এবং শান্তনুর কাছে  যুবক টি কে ফিরিয়ে দিয়ে বললো 'মহারাজ এই আপনার অষ্টম সন্তান । নাম দেবব্রত । একে হস্তীনাপুরে নিয়ে যান।'
শান্তনু অত্যন্ত খুশী হয়ে তাকে হস্তীনাপুরে নিয়ে গেল।
পরবর্তী কালে এই দেবব্রত ই ভীষ্ম নামে পরিচিত হয়।
Shantanu and Ganga

No comments