Mahabharat - Bhishma - Shantanu - Satyavati

মহাভারত - ভীষ্ম - শান্তনু - সত‍্যবতী

মহাভারতে অনেক বলিদানের কথা উল্লেখিত আছে আর প্রথম সূচনা ঘটে এখান থেকেই। 
গঙ্গার থেকে বিচ্ছেদের পর শান্তনু মানসিক ভাবে ভেঙে পড়ে । দেবব্রত কে ফিরে পেয়ে কিছুটা শান্তি পেলেও পুরোটা কাটিয়ে উঠতে পারে নি।
একদা শান্তনু বিষাদ থেকে কাটিয়ে উঠার জন্য যমুনা নদীর তীরে বেড়াতে যায় । সেখানে সে একটি অত্যন্ত রূপবতী কন্যা কে দেখতে পায়। প্রথম দেখাতেই তাকে মনে ধরে যায় শান্তনুর এবং কন্যাটির  প্রেমে পরে যায়।
শান্তনু মেয়েটির কাছে গিয়ে নাম জিজ্ঞেস করাতে মেয়েটি তার নাম সত‍্যবতী বলেন। এবং বলেন তার পিতার নাম দাসরাজ , তাকে সবাই মৎস‍্যরাজ বলে চেনে। এবং সেই থেকে তাদের মধ্যে প্রেম সম্পর্ক স্থাপন হয়। 
এরকম কিছু দিন কাটার পর শান্তনু ঠিক করলেন দেবব্রত কে রাজত্বের ভাড় দিয়ে নিশ্চিন্তে সত‍্যবতী র সঙ্গে সময় কাটাবেন।
সত‍্যবতী আসলে খুব উচ্চাঙ্খিত মহিলা ছিলেন । তাই যখন শান্তনু সত‍্যবতী কে এই কথা জানালেন তখন সত‍্যবতী বললেন যদি তার এবং শান্তনুর সন্তান যদি পরবর্তী হস্তীনাপুরে র রাজা হয় তবেই সে শান্তনুর সঙ্গে বিবাহ করবে। কিন্তু এই প্রস্তাব শান্তনু কিছুতেই মেনে নিতে পারে নি। তাই সে মনের দুঃখে সেখান থেকে হস্তীনাপুরে ফিরে যান।
পিতার এই মানসিক পরিবর্তন দেবব্রত  দেখতে পান । এবং পিতা শান্তনুর কাছে এই ব‍্যাপারে জানতে চাইলে তিনি কিছু বলতে চাই না। 
তখন দেবব্রত পিতার সারথী র কাছে জানতে পারে পিতার এবং সত‍্যবতী র সম্পর্কে র কথা।
দেবব্রত তৎখনাত সত‍্যবতী র কাছে যায় এবং অনুরোধ করেন তার পিতার দুঃখ দূর করে তার পিতার সাথে বিবাহ করেন।
তখন সত‍্যবতী জানান যদি তার এবং শান্তনু র সন্তান রাজা হয় তবেই তিনি বিবাহ করবেন নতুবা শান্তনু যেনো তাকে ভুলে যায়।
তখন দেবব্রত একটি কঠিন প্রতিজ্ঞা  করে যে কখনো রাজা হবে না বরন্চ সে হস্তীনাপুরে র দাস হয়ে জীবন অতিবাহিত করবে। এবং যাতে কোনো ঘরোয়া অশান্তি না হয় তাই সে বিবাহ ও করবে না । এবং সর্বদা হস্তীনাপুর কে রঞ্খা করবে।
এই ভীষণ প্রতিজ্ঞার জন্য পিতা শান্তনু এবং মাতা গঙ্গা তাকে ইচ্ছা মৃত্যু র বরদান করলেন এবং তাকে ভীষ্ম নাম দিলেন।
Bhishma

No comments